(আমার এই
পোস্ট টি শুধু মাত্র
তাদের জন্য
যারা ACCAতে
পড়তে ইচ্ছুক
HSC, Degree/ hons. complete করেছেন/ যাদের background science এবং যাদের
study gap আছে| আশাকরি Parent রাও উপকৃত হবেন |)
Professional
accountants এর জন্য ACCA (Association of Chartered Certified Accountats) হচ্ছে global body | ১৯০৪ সালে London এ ৮ জন accountants ACCA গঠন করেন | ACCA যেসব course গুলো
provide করে আসছে তা হলো ACCA, CAT (Certified Accounting Trainee),
FIA (Foundation in Accountancy ) & আরও
অনেক accounting related course | আমাদের দেশে
যেমন education board আছে ঠিক
তেমনি accountants এর জন্য
ACCA governing body | প্রশ্ন তৈরী, খাতা
দেখা, result দেওয়া সব কিছুই ACCA একান্তভাবে
করে থাকে
| British Council তাদের হয়ে শুধুমাত্র
exam নিয়ে থাকে|
ACCA
তে EXAM ২
ধরনের হয়ে
থাকে | CBE (Computer based exam) এবং Paper based exam | ACCA / FIA এর প্রথম
দিকের paper গুলো CBE দেয়া যায় | CB exam আপনার
ইচ্ছা মত
date fixed করে দিতে পারবেন | আর paper based exam বছরের June session ও
December session এ হয় থাকে
| এজন্য জুন
ও ডিসেম্বর
এ CB exam অনুষ্ঠিত হয় না | LCBS ও
British council এ দুটি আমাদের
দেশের CB exam centre |
ACCA
তে মোট
১৪ টা
subjects | এর মধ্যে ৯ টা subjects পাস
করলে Oxford Brooks University BSc
(Hons) Degree প্রদান করে| এর
জন্য আপনাকে
thesis paper জমা দিতে হবে
| Thesis paper approved হলেই আপনি ডিগ্রী
পাবেন |
আপনার যদি Degree বা
hons. থাকে তাহলে ACCA এর প্রথম ৩
টা paper exemption পাবেন আর
মাস্টার্স করা থাকলে প্রথম ৬
টা paper এ
exemptions পেতে পারেন | আসলে
Exemption দেওয়াটা নির্ভর করে
ACCA এর উপর
| যে কয়টি
paper এ exemption পাবেন সে
কয়টি paper আপনার exam দিতে হবে না
কিন্তু সে
কয়টি paper এর জন্য fees pay করতে হবে|
আমাদের দেশে
অনেক student ACCA পড়তে আগ্রহী
যার অন্যতম
কারণ এর
flexible entry route | আর একটি কারণ
সেটা হচ্ছে
open secret, ACCA শেসে মোটা অঙ্কের
salary সহ high post এর job পাওয়া
যায় | যদিও
ACCA পড়ার উদ্দেস্স কেবলমাত্র জ্বান অর্জনই হওয়া উচিত,
জানার জন্য পড়া উচিত
| সে যাই
হোক proper guidance না থাকায়
ঝরে পড়ার
সংখ্যাও কম
নয়|
বর্তমানে আমাদের
দেশে অনেক
tuition provider আছে যারা ACCA এর
course সমূহের tuition দিয়ে থাকে|
বঙ্গের ছাতার
মত গজিয়ে
উঠা এসব
tuition provider এর মাঝে confusion / ধোকায় পরাটাই স্বাভাবিক | যদিও
এদের মধে
হাতে গুনা
কয়েকটি প্রতিষ্ঠান
ACCA এর অনুমোদিত
tuition provider | এরা প্রত্যেকেই newspaper এ মনমুকদ্ধ্কর add দিয়ে থাকে
| বেশির ভাগ
add এ দেখা
যাই ACCA ২.৫-৩ বছরে শেষ
করা যাই
| কিন্তু বাস্তবতা
সম্পূর্ণ ভিন্ন,
যদি ACCA কে
হালকা ভাবে
নেই | যেমন
ACCA IELTS এর মত বা
university degree এর মত | University তে ভর্তি হলে একটা
guarantee থাকে যে ৪ বছর পর
certificate হাতে আসবে কিন্তু
ACCA তে পড়লে
নিশ্চিতভাবে বলা যায় না কত
সময় লাগবে|
বলা বাহুল্য
ACCA একটি professional Degree
|conceptual এবং scenario based question
হয়, ফলে
বই থেকে
কখনই হুবহু
question common পরে না | fail হতেই পারে but never quit
| আসলে পড়া লেখাটা সম্পূর্ণ নিজের
কাছে | এমন
অনেককে দেখা
গেছে তাদের
previous result মোটেও ভালো ছিল
না কিন্তু
ACCA তে খুব
ভালো করছেন
|
Registration/Admission নেওয়ার আগের কিছু বিসয়: আমাদের HSC
/ any exam এর পর একটা লম্বা ছুটি
থাকে, ছুটি
তে আপনি
IELTS / business course করে রাখতে পারেন| এর সাথে
সাথে ACCA / FIA এর বই গুলো collect করে
পড়তে পারেন
| আপনি যদি
British council library এর member হন তাহলে
easily বই পাবেন | member না হলেও problem নাই,
চলে যান
ACCA বাংলাদেশ office এ অথবা
নীলক্ষেত থেকে
বই কিনে
নিতে পারেন
| University Book House ও Book Village সারা নীলক্ষেতে
ACCA এর বই
supply দিয়ে থাকে | এদের কাছ থেকে
১৫০-৩০০
টাকায় বই
পাবেন | আর যদি Original বই চান
তাহলে contact করুন Zamzam Books Ltd. Flat No: 44/F/8/A West Panthapath, 2nd
Floor, Dhaka. PH: 01676518945, 01759400127.
এ কথা বলছি
কারণ ACCA তে টাকা দিলেই ভর্তি
হওয়া যাই
কোনো প্রকার
admission টেস্ট দিতে হই না| exam এর
সময় বই
এর every chapter মাথায় রাখতে
হয়, concept clear রাখতে হয়
তবেই exam এ ভালো করা যাই|
এজন্য নিজেকে
judge করুন |
২.৫-৩ বছরের long term planning না করে
short term planning করে অর্থাৎ Subject by Subject আরো specific ভাবে
বলা যাই
day to day planning করে অর্থাৎ chapter by chapter পড়ে এগিয়ে
যাওয়াটা better |
ACCA তে admission /
Registration নেওয়ার আগে tuition provider এর নিকট পড়া উচিত
| কারণ Registration এর পরপরই
CB exam দেওয়া যাই | সুতরাং আগে থেকে
পড়ে syllabus শেষ করেই Registration করেই CB exam দিলে
ACCA শেষ করতে
কম সময়
লাগবে|
একই tuition provider
এ সব
Subject এর teacher ভালো পাওয়াটা
ভাগ্যের বাপার
| সুতরাং Subject wise best teacher খুঁজে নিন
|
ACCA পরার ক্ষেত্রে আপনার
financial দিকটাও নজরে আনতে
হবে | every semister এ ACCA তার
exam এবং annual fees বাড়াচ্ছে | এছাড়া
এক একটি
tuition provider এক এক রকম
course fees নিয়ে থাকেন | Tuition Provider কে আপনি
package অর্ত্থাত FIA এর ৭
subjects /ACCA এর ৯ subjects এর
টাকা এক
সাথে payment করতে পারেন সেক্ষেত্রে Tuition Provider concession করে | তবে
package option এ না যাওয়াই
ভালো | কারণ
মাঝ পথে
কোনো কারণে
ACCA ছেড়ে দিতে চাইলে সেক্ষত্রে course fees এর টাকা non refundable এবং non transferable |
আর একটি কথা
ACCA তে প্রতি
বছর বছরের
শুরুতে Annual fees দিতে হয়|
বছরের শুরুতে
অর্থাৎ January February তে Registration / admission নেয়াটা ভালো
| যদি আপনি
বছরের মাঝামাঝিতে
অর্থাৎ June - December এ মধ্যে
ভর্তি হন
তাহলে আপনাকে
সামনে বছর
আবার Annual fees pay করতে হবে
|
সুতরাং সব দিক
লক্ষ রেখে
নিজেকে ACCA এর প্রতি ১০০% dedicated করে
মহান সৃষ্টিকর্তার
নাম নিয়ে
শুরু করেন
|
এবার আসি
acca তে admission এর বাপার
এ| admission হতে হলে আপনাকে ACCA এর
বাংলাদেশের অফিস থেকে আপনি ACCA এর
যে কোর্স(ACCA
/FIA) ভর্তি হতে চান তার admission/ registration form কালেক্ট করুন
|
পূরণকৃত form ও এর
photocopy, admission/registration fees এর
সমপরিমাণ টাকা,
passport / national ID card ও এর photocopy এবং
২ copy passport size
recent photo নিয়ে জনতা ব্যাঙ্ক
/ সোনালী ব্যাঙ্ক
এর মতিজীল
branch চলে যান| সন্ভবত আপনাকে Bank এ
account খুলতে হতে পারে|
ACCA UK
এর address এ acca registration fees জনতা
bank / সোনালী bank এর মাধ্যমে
ড্রাফট করতে
হবে|
পূরণকৃত acca
registration form ও ড্রাফট DHL এর
মাধ্যমে UK পাঠাতে
হবে | ১৫
-১৬ কর্ম
দিবসের মধ্যে
acca আপনাকে confirmation mail পাঠাবে | এরপর
আপনার registration number ও passward দিয়ে
MYACCA log in করতে পারবেন |
এছাড়া আপনি visa / master card এর মাধ্যমে
net এ বসেই
online registration করতে পারেন | visa ও
master card এর জন্য আপনি Estern bank অথবা Dutch Bangla bank এর help নিতে
পারেন |
onek valo pora morsho pelam ekhan theke, many many thanks for this post.
উত্তরমুছুনkhub valo laglo post ta pore. onek ojana bishoy jananor jonno dhonnobad.....
উত্তরমুছুনReally thanks a lot... for the information and advice... Thats really really so much helpful...
উত্তরমুছুনThanks again..
Lot of thanks for your information.
উত্তরমুছুনi like this, thank you.
উত্তরমুছুনI am a student of Class 12 in commerce. I Do not want to study BBA and MBA so i thought For CAT and Then ACCA Then CA . I do not know anything , can you help me providing some information of the course plan and fees of CAT,ACCA,CA.
উত্তরমুছুনIf you are looking for global qualification then ACCA is for you.
মুছুন1. CAT is designed to equip you with all the necessary technical skills and knowledge required to fulfill an accounting role to technician level. (think of it as a certified technician course just to boost up your other qualification)
2.CA in other word ICAB is the local Chartered Accountancy body. This won't give your qualification an international recognition.
3. For course materials, fees, plans. GOOGLE IT !!
অামি ডিগ্রি করেছি কর্মাস থেকে অামি ACCA Admissionনিতে পারবো।
মুছুনঅামি ডিগ্রি করেছি কর্মাস থেকে অামি ACCA Admissionনিতে পারবো।
মুছুনobviously you can take admission in ACCA.for details you can call in this number 01720553274
মুছুনCan I start from professional level of ACCA as I am a graduated from DU. Junior officer (CASH)at pubali bank limited.
উত্তরমুছুনNo you can't. If you are from Faculty of Business Studies, then you can apply for exemption up to paper F7. In that case you have to contact ACCA Bangladesh Office
মুছুন'পছন্দ হয়েছে......!!
উত্তরমুছুনUsually I do not read post on blogs, but I would like to say that this write-up very forced me to try and do it! Your writing style has been surprised me. Great work admin.sKeep update more blog.
উত্তরমুছুনBest IELTS Coaching Center in Chennai
What kind of jobs can I get with CAT qualification in Bangladesh?
উত্তরমুছুনPresently I am doing FIA and have completed FA1,FA2,MA1,MA2 and F2.
For CAT you have to complete other 3 papers FFM, FAU & FTX. After that you can go for practical knowledge. You can join any firm as an associate at the beginning. But after time, you will grow.
মুছুনACCA করতে হলে কি English grammar কি দক্ষ হতে হবে????
উত্তরমুছুনপ্রতিবার Reg Fee কত????
ACCA করতে হলে কি English grammar কি দক্ষ হতে হবে????
উত্তরমুছুনপ্রতিবার Reg Fee কত????
ji obosshoi + Vocabulary te r math a khub valo basic clear thakte hobe
মুছুনI m a hosewife.i passed hsc in 2007.i had to stop my cse because of pregnency after completting 5th semester. Now i want to start my education.but i dont want to start my cse again... Is acca course for me? Can i do acca or cat..
উত্তরমুছুনobviously you can take admission in ACCA.for details you can call in this number 01720553274
মুছুনI nned Private Tution In Chittagong For ACCA F6 & F8
উত্তরমুছুনANY SUGGESTION.
After completion of BBA .Can I study for MBA n ACCA simultaneously??
উত্তরমুছুনwhat subject waver I will get then??
obviously you can take admission in ACCA.for details you can call in this number 01720553274
মুছুনThank you so much for your Opinion. you are very helpful.
উত্তরমুছুনআমি British council এর website এর মাধ্যমে জানতে পেয়েছি 9 টা subject এর সংক্ষিপ্ত নাম আর fees। কিন্তু পূর্ণ নাম ও জানি না এবং কি বই পড়তে হবে বুঝতে পারছি না। Help করলে উপকৃত হতাম। ধন্যবাদ।
উত্তরমুছুনI Completed my bba, mba now i want to take the AccA, so how much and how many time will nee??
উত্তরমুছুনyou will get some paper exemption for your MBA .for details you can contact with ACCA Bangladesh.and for more information you can call in this number 01720553274
উত্তরমুছুনবাংলাদেশ অফিস কোথায়?
উত্তরমুছুনACCA office ta Dhaka kothai ?
উত্তরমুছুনSSC and HSC who many point need to ACCA
উত্তরমুছুনI have completed mcom in accunting but i want to take acca degree . CAN I TAKE IT?
উত্তরমুছুনThanks for good information
উত্তরমুছুনACCA বাংলাদেশ অফিস কোথায়?
উত্তরমুছুনACCA বাংলাদেশ অফিস কোথায়?
উত্তরমুছুন